পেওনিয়ার একাউন্টের জন্য নিবন্ধন ও কার্ড ব্যবহারের গুরুত্বপূর্ন তথ্য এবং ২৫ ডলার বোনাস – Micro Solutions Bangladesh

আমরা যারা অনলাইন পেশাতে ( যেমনঃ এফিলিয়েট মার্কেটিং অথবা Upwork, iWriter বা Fiverr এর মত বিভিন্ন অনলাইন সার্ভিসিং সাইটগুলোতে কাজ ) যুক্ত তাদের দৈনন্দিন কাজের একটা অংশ হলো অনলাইনে টাকা বা ডলার এর আদান-প্রদান করা। অনলাইনে ডলার এর আদান-প্রদানের ক্ষেত্রে আমাদের মনে প্রথমেই যে দুটি নাম আসে তা হলো পেওনিয়ার এবং পেপাল। যেহুতু পেপালের সার্ভিস তালিকায় বাংলাদেশ এখনো যুক্ত হয়নি আসুন জেনে নেই পেওনিয়ার এ রেজিষ্ট্রেশন করার প্রক্রিয়া থেকে শুরু করে ডলার জমা করা, উত্তোলন করা এবং এর বিভিন্ন সুবিধাদি।


Who Upvoted this Story


Comments