রেগুলার এক্সপ্রেশন -এ শুরু। | যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

রেগুলার এক্সপ্রেশন যেমন সহজ আবার একটু বিদঘুটেও। আমি অনেককেই দেখেছি সব কাজ পারে কিন্তু রেগুলার এক্সপ্রেশনের ব্যপার আসলে গুগলে খুঁজে অথবা ফোরামে পোষ্ট দেয়। যেই কাজটা খুব সহজেই এক লাইনে করা যায় রেগুলার এক্সপ্রেশন দিয়ে কিন্তু তাই আমরা ঘুরিয়ে কয়েক লাইনে করি রেগুলার এক্সপ্রেশন বাদ দিয়ে। আমার মতে রেগুলার এক্সপ্রেশন শিখতে যতটা না কষ্টের তার চেয়ে বেশি কষ্ট ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়া। তাই চিন্তা করলাম খুব সংক্ষেপে রেগুলার এক্সপ্রেশনের শুরু থেকে শেষ নিয়ে একটি লেখা লিখতে। তো, শুরু করা যাক রেগুলার এক্সপ্রেশন।

0 reactions

No comments yet

Leave a Reply

Your email will not be published.