কিভাবে ভিপিএসে SSH Key যুক্ত করার পর পাসওয়ার্ড ছাড়াই ভিপিএস এক্সেস করা যায়? » এমসিকিউ একাডেমি

আমি এই টিউটরিয়ালটি লেখা এবং ভিপিএস সার্ভার কনফিগারের অভিজ্ঞতার জন্য যে ডেস্কটপটিতে বা মেশিনটিতে কাজ করছি তাতে লিনাক্স মিন্ট অপারেটিং সিস্টেম সেটাপ দেয়া আছে। আমি আশা করছি, ডেবিয়ান বেইজড যে কোন লিনাক্স অপারেটিং সিস্টেমে থেকেই এই টিউটরিয়ালটি ফলো করে কাজ করতে পারবেন। চলুন কিভাবে ভিপিএসে SSH Key যুক্ত করার পর পাসওয়ার্ড ছাড়াই ভিপিএস এক্সেস করতে পারি তা ধাপে ধাপে বর্ননা করি –

ধাপ ১: ভিপিএস সার্ভারে ssh key যুক্ত করার জন্য প্রথমে আমাদের মেশিনে ~/.ssh/id_rsa.pub ফাইলটি আছে কি-না তা জানতে হবে। যদি থাকে টারমিনালের একটি ট্যাবে cat ~/.ssh/id_rsa.pub কমান্ডটি রান করে ফাইলে থাকা কন্টেন্টগুলো দেখতে পাবো। এবার এই কন্টেন্টগুলো কপি করে নেই।


Who Upvoted this Story


Comments