8
আমি হাসিন হায়দার , থিমবাকেট এর হেড অফ আইডিয়াস এবং আমি যেভাবে কাজ করি | আমি যেভাবে কাজ করি
আমি আমার যাত্রা শুরু করি ভিজুয়াল বেসিক ৬ দিয়ে এবং বহুদিন এটি ব্যবহারও করেছি। পরবর্তীতে যখন ডট নেট রিলিজ হয় এবং এটির অনেক নতুন ফিচার আসে তখন আমি ভিজুয়াল বেসিক ৬ পরিবর্তন করে ডট নেটে যাওয়ার প্রয়োজনই মনে করিনি। পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য পিএইচপি ব্যবহার করতাম। পরবর্তীতে এটি আমার এতো ভালোলেগে গেলো যে সিদ্ধান্ত নিলাম এটির সাথেই থাকবো। এইভাবেই আমার ক্যারিয়ার চালিয়ে যাচ্ছিলাম। পাশাপাশি নিজের জ্ঞান বা মেধা বৃদ্ধির জন্য নতুন নতুন সব টুলস এবং প্রোগ্রামিং ভাষা শেখার চেষ্টা করছিলাম। বর্তমানে আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ নিয়ে ব্যস্ত আছি পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে । পাশাপাশি এইচটিএমএল ও সিএসএস তো আছে অবশ্যই।
পাশাপাশি এইচটিএমএল ও সিএসএস তো আছে অবশ্যই।
https://wearetechy.com/file-sdcard/