ভূমি জরিপ বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দ ও সংজ্ঞা » MCQ Academy

সার্ভে আইন ১৮৭৫ এবং ১৯৮৫ সালের বি.টি. এ্যাক্টের বিধান মতে আমাদের দেশে প্রথমবারের মত প্রত্যেক জমিদারের জমিদারী এলাকায় কোন চাষী রায়ত কোথায়, কি পরিমাণ, কোনো শ্রেণীর সম্পত্তি ভোগ দখল করতেন তা রেবর্ড করে বাস্তবভিত্তিক নকশা অংকন এবং সংশ্লিষ্ট দখলকারের নাম উল্লেখপূর্বক খতিয়ান বা রেকর্ড অব রাইট বা “স্বত্বলিপি” প্রণয়ন করা হয়। স্বত্বলিপি প্রণয়নের এই পদ্ধতিটিই হলো “ক্যাডাস্ট্রাল সার্ভে অপারেশন” সংক্ষেপে সি. এস. জরিপ।
সি. এস. জরিপ কার্যক্রম জেলা ভিত্তিক হওয়ায় একে ডিস্ট্রিক্ট সার্ভে বা ডি. এস. জরিপ এবং জরিপের মাধ্যমে প্রণীত খতিয়ানকে ডি. এস. খতিয়ান বলে। সি, এস. এবং ডি. এস. খতিয়ান একই খতিয়ান বা জরিপ।

0 reactions

No comments yet

Leave a Reply

Your email will not be published.